পারো তো ধর্ষণ করো
আর ধর্ষিতা হয়ো না, আর না
আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে
কোনও এক হারামজাদা বা হারামজাদার দল।
আমি আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ
পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।
ধর্ষিতা হয়ো না, বরং ধর্ষণ করতে আসা পুরুষের পুরুষাঙ্গ কেটে ধরিয়ে দাও হাতে,
অথবা ঝুলিয়ে দাও গলায়,
খোকারা এখন চুষতে থাক যার যার দিগ্বিজয়ী অঙ্গ, চুষতে থাক নিরুপায় ফুলে থাকা
অণ্ডকোষ, গিলতে থাক এসবের রস, কষ।
ধর্ষিতা হয়ো না, পারো তো পুরুষকে পদানত করো, পরাভূত করো,
পতিত করো, পয়মাল করো,
পারো তো ধর্ষণ করো,
পারো তো ওদের পুরুষত্ব নষ্ট করো।
লোকে বলবে, ছি ছি, বলুক।
লোকে বলবে এমনকী নির্যাতিতা নারীরাও যে তুমি তো মন্দ পুরুষের মতোই,
বলুক, বলুক যে এ তো কোনও সমাধান নয়, বলুক যে তুমি তো তবে ভাল নও
বলুক, কিছুতে কান দিয়ো না, তোমার ভাল হওয়ার দরকার নেই,
শত সহস্র বছর তুমি ভাল ছিলে, মেয়ে, এবার একটু মন্দ হও।
চলো সবাই মিলে আমরা মন্দ হই,
মন্দ হওয়ার মতো ভাল আর কী আছে কোথায় !
তসলিমা নাসরিন
কিছুক্ষণ থাকো
Categories
- আমার কিছু যায় আসে না (1)
- কষ্টের কস্তুরী (1)
- কিছুক্ষণ থাকো (1)
- খালি খালি লাগে (1)
- তবু ফিরব (1)
- তসলিমা নাসরিন (1)
- নির্বাসিত নারীর কবিতা (1)
- নির্বাসিত বাহিরে অন্তরে (1)
- পদ্মপাতা তুমি ভাসো (1)
- বালিকার গোল্লাছুট (2)
- শাসন (1)
- সন্তাপ (1)
- সমাবর্তন (1)
আমার ব্লগ তালিকা
-
-
বাকবন্দির জবানবন্দি১৪ বছর আগে
-
-
এই জানোয়ারদের হত্যা করতে হবে!১৬ বছর আগে
-
-
A poem for Taslima Nasrin১৬ বছর আগে
-
-
-
-
১০:৪৮ PM
লেবেলসমূহ: কিছুক্ষণ থাকো, তসলিমা নাসরিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন