৪:০২ PM

মানুষের ভিড়ে মানুষ এমন কই যার কাছে কিছু প্রাপ্তির যোগ আছে




সন্তাপ

কারও কাছে আর প্রাপ্তির কিছু নেই
হারাতে হারাতে হারাবারও নেই আর !
হারিয়ে খুঁজছি ভোকাট্টা নীল ঘুড়ি
খুঁজছি আমার কাঁচামিঠে কৈশোর
খুঁজতে খুঁজতে খোঁজা শেষ হলে দুই
হাতের মুঠোয় হাহাকার জমা হয়

প্রেমে-অপ্রেমে যৌবন ফুরিয়েছে
ধুলোবালি ছাড়া ভাগ্যে জোটেনি কিছু
খুঁজছি আঠারো একুশের ধূপধুনো
খুঁজতে খুঁজতে খোঁজা শেষ হলে দুই
চোখের ভেতর শূন্যতা জমা হয়

মানুষের ভিড়ে মানুষ এমন কই
যার কাছে কিছু প্রাপ্তির যোগ আছে !

তসলিমা নাসরিন
বালিকার গোল্লাছুট
১৯৯২

"সন্তাপে"র এই ছবিটা আমি করিনি, করেছিলেন সৌভিকদা আমায় প্রশ্ন করেছিলেন, এই ছবিটা কিসের বলতে পারো? আমি বলতে পারিনি আপনারা বলতে পারেন?