১২:২৫ AM

বৃত্তের মাপে জীবনের পথ মাপা


সমাবর্তন


যদি সে যাবেই যাক।
শুধু থাক
পোড়া হৃদয়ের খাক
আর উদ্যানে এক ঝাঁক কালো কাক।


কোথায় পালাবে,
যত দূরে যাবে স্মৃতিরা ধরবে ছেঁকে
ছিঁড়ে-খুঁড়ে খাবে
যেতে যেতে পথ শেষবার যাবে বেঁকে।


ঘুরে ঘুরে ওই এক বিন্দুতে ফেরা,
খামোকাই এত দুর্বহ লুকোছাপা!
ফিরে তো দেখেই হৃদয়ের তার ছেঁড়া
বৃত্তের মাপে জীবনের পথ মাপা।


তসলিমা নাসরিন
বালিকার গোল্লাছুট
১৯৯২

৪:০২ PM

মানুষের ভিড়ে মানুষ এমন কই যার কাছে কিছু প্রাপ্তির যোগ আছে




সন্তাপ

কারও কাছে আর প্রাপ্তির কিছু নেই
হারাতে হারাতে হারাবারও নেই আর !
হারিয়ে খুঁজছি ভোকাট্টা নীল ঘুড়ি
খুঁজছি আমার কাঁচামিঠে কৈশোর
খুঁজতে খুঁজতে খোঁজা শেষ হলে দুই
হাতের মুঠোয় হাহাকার জমা হয়

প্রেমে-অপ্রেমে যৌবন ফুরিয়েছে
ধুলোবালি ছাড়া ভাগ্যে জোটেনি কিছু
খুঁজছি আঠারো একুশের ধূপধুনো
খুঁজতে খুঁজতে খোঁজা শেষ হলে দুই
চোখের ভেতর শূন্যতা জমা হয়

মানুষের ভিড়ে মানুষ এমন কই
যার কাছে কিছু প্রাপ্তির যোগ আছে !

তসলিমা নাসরিন
বালিকার গোল্লাছুট
১৯৯২

"সন্তাপে"র এই ছবিটা আমি করিনি, করেছিলেন সৌভিকদা আমায় প্রশ্ন করেছিলেন, এই ছবিটা কিসের বলতে পারো? আমি বলতে পারিনি আপনারা বলতে পারেন?

২:৫৭ PM

I will come back even being a bird




তবু ফিরব

আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোণা,
অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা
আমি ফিরব। ফিরব ভিড়ে হট্টগোলে, খরায়, বন্যায়,
অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লাছুটের মাঠ
আমি ফিরব। পূর্ণিমায় গান গাইতে, দোলনায় দুলতে, ছিপ ফেলতে বাঁশবনের
পুকুরে-
অপেক্ষা করো আফজাল হোসেন, খায়রুন্নেসা, অপেক্ষা করো ইদুল আরা,
আমি ফিরব। ফিরব ভালবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে-
অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা,
আমি ফিরব।
মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে, তাকে ক'ফোটা জল দিচ্ছি চোখের,
যেন গোলপুকুরপাড়ের বাড়ির টিনের চালে বৃষ্টি হয়ে ঝরে।
শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পুবে, ওরা একটি করে পালক ফেলে আসবে
শাপলা পুকুরে, শীতলক্ষায়, বঙ্গোপসাগরে।

ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরব।
শোনো শালবন বিহার, মহাস্থানগড়, সীতাকুণ্ড পাহাড়- আমি ফিরব।
যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন।

I will come back even being a bird

Tobu Firbo.mp3


তসলিমা নাসরিন
নির্বাসিত নারীর কবিতা

কবিতাযুক্ত ছবিটি ব্লগারের পোস্টিং সিস্টেমের ঝামেলার কারণে ছোট আকারে এসেছে। বড় আকারে দেখতে চাইলে ইন্টারনেট এক্সপ্লোরারে আলাদা উইন্ডোতে অথবা মজিলা ফায়ারফক্সে আলাদা ট্যাবে খুলুন। চাইলে ছবিটির ওপর ক্লিক করে সুবিধাসূচি থেকে "
save picture as" (ইন্টারনেট এক্সপ্লোরার) অথবা "save image as" (মজিলা ফায়ারফক্স) অপশন ব্যবহার করে ছবিগুলো ডাউনলোড করতে পারেন। এই ব্লগের সব পাঠকের সুবিধার জন্য ছবিটির লিঙ্ক এখানে দিয়ে দিলাম - তমসো দীপের ছবিতে তসলিমা নাসরিনের কবিতাঃ তবু ফিরব