১২:২৫ AM

বৃত্তের মাপে জীবনের পথ মাপা


সমাবর্তন


যদি সে যাবেই যাক।
শুধু থাক
পোড়া হৃদয়ের খাক
আর উদ্যানে এক ঝাঁক কালো কাক।


কোথায় পালাবে,
যত দূরে যাবে স্মৃতিরা ধরবে ছেঁকে
ছিঁড়ে-খুঁড়ে খাবে
যেতে যেতে পথ শেষবার যাবে বেঁকে।


ঘুরে ঘুরে ওই এক বিন্দুতে ফেরা,
খামোকাই এত দুর্বহ লুকোছাপা!
ফিরে তো দেখেই হৃদয়ের তার ছেঁড়া
বৃত্তের মাপে জীবনের পথ মাপা।


তসলিমা নাসরিন
বালিকার গোল্লাছুট
১৯৯২

2 মন্তব্য(গুলি):

তমসো দীপ বলেছেন...

কবিতাযুক্ত ছবিটি ব্লগারের পোস্টিং সিস্টেমের ঝামেলার কারণে ছোট আকারে এসেছে। বড় আকারে দেখতে চাইলে ইন্টারনেট এক্সপ্লোরারে আলাদা উইন্ডোতে অথবা মজিলা ফায়ারফক্সে আলাদা ট্যাবে খুলুন। চাইলে ছবিটির ওপর ক্লিক করে সুবিধাসূচি থেকে "save picture as" (ইন্টারনেট এক্সপ্লোরার) অথবা "save image as" (মজিলা ফায়ারফক্স) অপশন ব্যবহার করে ছবিগুলো ডাউনলোড করতে পারেন। এই ব্লগের সব পাঠকের সুবিধার জন্য ছবিটির লিঙ্ক এখানে দিয়ে দিলাম - http://1.bp.blogspot.com/_luoUdAk9-K8/TKXjbJz94jI/AAAAAAAAAQA/ugiYdn4q5yE/s1600/46607_149415021754726_100000586878762_365139_3344180_n.jpg

তমসো দীপ বলেছেন...

ছবিটিতে ক্লিক করেও ছবিটি বড় আকারে দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন