১:০৭ PM

ভেসে থাকা যে কেউ পারে না, সাততাড়াতাড়ি ডুবে যায়


পদ্মপাতা, তুমি ভাসো

ভাসো, ভেসে থাকো, পদ্মপাতা, ভেসে থাকো
তোমাকে দেখব
ভেসে থেকে সুখ দাও, পদ্মপাতা
দুঃখগুলোর ওপর আমি ভাসতে চেয়েছি তোমার মতো, পারিনি
ডুবে গেছি
দুঃখের গভীর জলে একটি সোনার কৌটো, সেই কৌটোর
ভেতর আরেক কৌটো,
সেই আরেক কৌটোয় আরেক কৌটো, খুলে খুলে শেষ
কৌটোয় দেখি এক টুকরো দুঃখই পড়ে আছে
ভেসে থাকো, পদ্মপাতা
না ধুলো না জল গায়ে মেখে ভাসো,
ভেসে থাকা দেখাও সুখ, সুখ দাও পদ্মপাতা
পদ্ম ফুটে যাক, ফুটে ঝরে যাক, রূপসীর রূপ হেমন্তের হলুদ
পাতার মতো
তুমি ভেসে থাকো জলে, ঘোলা নষ্ট জলে আবর্জনা জলে

ভেসে থাকা যে কেউ পারে না, সাততাড়াতাড়ি ডুবে যায়
যারা সুখে থাকে, সুখের অতলে খাবি খেতে খেতে মরে, জানে না
কতটা নির্লিপ্ত হলে ভাসা যায়
না ছোঁয়া যায় মণিমুক্তো, না ধরা যায় তিমি, আকাশের সঙ্গে
কতটুকু সখ্য হলে
কে আছে কী আছে নীচে, ক্ষুদ্র তুচ্ছ কী কী, খড়কুটো, বাসি
ফুল, কার কী নির্যাস
না ছুঁয়ে না কিছু ভাসা যায়
নিরুদ্বেগ মেঘের মতো, মেঘেরা যেমন খেলে আকাশের
উঠোনে তেমন পদ্মপাতা খেল তুমি
ছুঁই না ছুঁই খেলা, ভেসে থাকো,
পদ্মপাতা, ভেসে থাকো, তোমাকে দেখব

তসলিমা নাসরিন
খালি খালি লাগে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন