৭:০১ AM

কিছু কষ্ট বাসা বাঁধে................... ভালবেসে থেকে যায় পুরোটা জীবন


কষ্টের কস্তুরী

কিছু কিছু কষ্ট আছে
ক্ষতে কোন মলম লাগে না।
কারওর শুশ্রুষা নয়
গাঢ় মমতায় জেগে থাকা রাত নয়
হাওয়া পরিবর্তন, তা-ও নয়
সেরে যায়।

কিছু কষ্ট নিয়ত পোড়ায়
ক্ষুদ্র তুচ্ছ কিছু, ফুঁ মেরে উড়িয়ে
দেওয়ার মতো কিছু
কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও
আগুনের আঁচ থাকে

সেইসব কষ্টগুলো
বর্শা বেঁধায় না
দুই চক্ষু অন্ধ করে না, কেবল
কোথায় কীসব যেন
পোড়াতে পোড়াতে করে নিভৃত অঙ্গার।

কিছু কিছু কষ্ট আছে
রাত পোহাবার আগে বাতাস মেলায়,
কিছু কষ্ট বাসা বাঁধে
ভালবেসে থেকে যায় পুরোটা জীবন।

তসলিমা নাসরিন
নির্বাসিত বাহিরে অন্তরে

1 মন্তব্য(গুলি):

তমসো দীপ বলেছেন...

কবিতাযুক্ত ছবিটি ব্লগারের পোস্টিং সিস্টেমের ঝামেলার কারণে ছোট আকারে এসেছে। বড় আকারে দেখতে চাইলে ইন্টারনেট এক্সপ্লোরারে আলাদা উইন্ডোতে অথবা মজিলা ফায়ারফক্সে আলাদা ট্যাবে খুলুন। চাইলে ছবিটির ওপর ক্লিক করে সুবিধাসূচি থেকে "save picture as" (ইন্টারনেট এক্সপ্লোরার) অথবা "save image as" (মজিলা ফায়ারফক্স) অপশন ব্যবহার করে ছবিগুলো ডাউনলোড করতে পারেন। এই ব্লগের সব পাঠকের সুবিধার জন্য ছবিটির লিঙ্ক এখানে দিয়ে দিলাম - http://1.bp.blogspot.com/_luoUdAk9-K8/TKXqssnX44I/AAAAAAAAAQY/Vuo8EnUVSgQ/s1600/Kashhter+Kosturi.png

ছবিতে ক্লিক করেও ছবিটি বড় আকারে দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন